এ উদ্দেশ্যে সম্প্রতি চালু হয়েছে ডাক টাকা। যার মাধ্যমে সারা দেশে প্রায় ৩ কোটি ব্যাংকিং সেবা বঞ্চিত মানুষ ডাকঘর ব্যাংকিং সেবার আওতায় আসবে।
ডাক জীবনবীমা স্বয়ংক্রিয়করণ সম্পন্ন হয়েছে। এতে করে এখন থেকে ডাক জীবন বীমার গ্রাহকগণ তাৎক্ষনিকভাবে তাদের বীমা কিস্তির টাকা জমা সম্পর্কে মোবাইল এসএমএস প্রাপ্তির মাধ্যমে নিশ্চিত হতে পারবেন এবং খুব স্বল্প সময়ে তাদের যে কোন দাবী নিষ্পত্তি সম্ভব হবে।
ই-কর্মাসের মাধ্যমে অন-লাইনে গ্রাহকের ক্রয়কৃত মালামাল ডাক বিভাগের মাধ্যমে জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সরকারী বিভিন্ন ভাতা যেমন : বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তি যোদ্ধা ভাতা, ক্যাশ কার্ড এর মাধ্যমে পরিশোধের কার্যক্রম শুরু হয়েছে।